প্রচ্ছদ সারাদেশ জামাই বেড়াতে আসায় শশুর বাড়ি লকডাউন

জামাই বেড়াতে আসায় শশুর বাড়ি লকডাউন

 মানিকগঞ্জ :

জামাই বেড়াতে আসায় শ্বশুর বাড়িকে লকডাউন স্থানীয় প্রশাসন। বুধবার সন্ধ্যায়, মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে শ্বশুর মোতাহার হোসেন খানের বাড়িকে লকডাউন করা হয়।

এলাকাবাসীর কাছে খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী রাজীব মাহমুদ মিঠুন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লাসহ সংশ্লিষ্টরা সেই বাড়িতে যান। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই বাড়িটিকে লকডাউন করা হয়।

আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্ররেণর লক্ষে মানিকগঞ্জ জেলাকে ১৯ এপ্রিল লকডাউন ঘোষণা করা হয়েছে। জামাতা রিপন মিয়া এই লকডাউনের শর্ত ভঙ্গ করে তার নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রাম থেকে ১৮ এপ্রিল তার শ্বশুর বাড়ি কাফাটয়িা গ্রামে আসেন। একারণে, গতকাল (২২ এপ্রিল) থেকে তার শ্বশুরবাড়ি মোতাহার খানের বাড়ি লকডাউন করেন তিনি।

বাড়ির সকল সদস্যকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার র্নিদেশ দেওয়া হয়েছে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধো আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।