প্রচ্ছদ রাজনীতি জাতীয় পার্টি মহাসচিবের স্ত্রী অধ্যাপিকা জওসন আরা আর নেই

জাতীয় পার্টি মহাসচিবের স্ত্রী অধ্যাপিকা জওসন আরা আর নেই

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের স্ত্রী অধ্যাপিকা জওসন আরা বেগম (৭০) মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৯ টায় গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন) বলে জানিয়েছেন মরহুম কাজী জাফরের প্রেস সচিব গোলাম মোস্তফা।

তিনি জানান, শনিবার বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমার মৃত্যুর খবর পেয়ে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান ২০ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অধ্যাপিকা জওসন আরা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়কারী নজরুল ইসলাম খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক ও মহাসচিব এম.এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ডিএল’র সাধারণ সম্পাদক সাঈফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু প্রমুখ।