প্রচ্ছদ হেড লাইন ‘জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে পুলিশে ফোন দিন’

‘জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে পুলিশে ফোন দিন’

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : 

দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এতে মানুষের মাঝে বাড়ছে উৎকণ্ঠা। করোনা প্রাদুর্ভাবের সুযোগ নিয়ে একটি চক্র চুরি-ডাকাতির মতো অপরাধ করছে। করোনা রোগী শনাক্ত ও চিকিৎসার কথা বলে বিভিন্ন বাসা-বাড়িতে ঢুকে চুরি, ডাকাতির বেশ কয়েকটি খবর পাওয়া গেছে।

এই অবস্থায় এসব অপরাধীর দৌরাত্ম বন্ধে সাধারণ মানুষকে সচেতন হতে বলছে পুলিশ সদরদপ্তর।শনিবার (১৮ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা দেশবাসীর প্রতি এ অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, ক‌রোনা‌ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার না‌মে কিছু দুষ্কৃতিকারী সাধারণ মানুষের বাড়িতে গি‌য়ে অপরাধ সংঘটনের সু‌যোগ নিচ্ছে। এমতাবস্থায়, সন্মা‌নিত নাগরিকগণ‌কে আহ্বান জানা‌নো যাচ্ছে যে, আপনারা কোনেও অবস্থা‌তেই আগন্তু‌কের পরিচয় নিশ্চিত না হ‌য়ে অথবা তার বা তা‌দের কার্যক্রমের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হ‌য়ে তা‌কে বা তা‌দেরকে আপনা‌দের গৃহে প্রবেশ কর‌তে দিবেন না। এ বিষ‌য়ে সন্দেহ হলে, নিকটস্থ থানা অথবা ৯৯৯ এ ফোন ক‌রে নিশ্চিত হোন। বাংলা‌দেশ পু‌লিশ সব সময় আপনার পা‌শে র‌য়ে‌ছে।

একই সা‌থে, পু‌লিশের পক্ষ থেকে এই ধর‌নের দুষ্কৃ‌তিকারী‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।