প্রচ্ছদ রাজনীতি জনগণ আ.লীগ-বিএনপিকে চায় না: হিরো আলম

জনগণ আ.লীগ-বিএনপিকে চায় না: হিরো আলম

বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বাতিল হওয়ায় স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের উদ্দ্যেগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র এমপি প্রার্থীদের অসাংবিধানিকভাবে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাদের সমান অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের জনগণ আগামীতে স্বতন্ত্র প্রার্থী নেতাদের ক্ষমতায় দেখতে চায়, আওয়ামী লীগ বা বিএনপিকে নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ নতুন কাউকে ক্ষমতায় দেখতে চায়। কিন্তু দেশে একতরফা নির্বাচন করার জন্য ষড়যন্ত্রের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। আমরা সুষ্ঠু সমাজ গড়তে চাই। নতুন করে সোনার বাংলা গড়তে চাই। সবাই এর প্রতিবাদ জানাচ্ছি। জনগণ চাইলে কাউকে হিরো আবার কাউকে জিরো বানাতে পারে।’

তিনি আরো বলেন, ‘অনেকেই বলেন মিডিয়া নাকি হিরো আলমকে নিয়ে বেশি বেশি করছে, তারা পাগল  হয়ে গেছে। আমি বলবো যারা এসব বলেন তারাই বড় পাগল।

হিরো আলম বলেন, ‘আমি বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম কিন্তু ১% ভোটারদের স্বাক্ষর দিতে হবে বলে নিয়ম করা হয়েছে৷ সেই অনুয়ায়ী আমি ১% ভোটারের স্বাক্ষর নিয়েছিলাম। তার পরও আমার হয়নি। যারা আমাকে রমর্থণ করে স্বাক্ষর দিয়েছেন তাদেরকে খুজে পাওয়া যায়নি বলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের আহবায়ক মো. আব্দুর রহিম বলেন, সারা দেশে অনেক স্বতন্ত্র প্রার্থী। তাদের বেশীর ভাগেরই আবেদনপত্র বাতিল হয়েছে। দেশবাসীর কাছে জানতে চাই, স্বতন্ত্র প্রার্থী ও যারা রাজনৈতিক দলীয় প্রার্থী- এই দুইয়ের মধ্যে ব্যবধানটা কি?

আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র এমপি প্রার্থী, ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রহিম,  ফরওয়ার্ড পার্টির আহবায়ক আ.ব.ম মোস্তফা আমীন, অ্যাডভোকেট ফারুক রেজা ও আরো অনেকে।