প্রচ্ছদ আজকের সেরা সংবাদ জঙ্গিবাদের মতো মাদকও নির্মূল হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদের মতো মাদকও নির্মূল হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ যেভাবে নির্মূল হয়েছে, মাদকও সেভাবে নির্মূল করা হবে। সরকার জঙ্গিবাদ নির্মূলের মতোই মাদক নির্মূলেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

রোববার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’শীর্ষক র‌্যাবের সচেতনতামূলক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেভাবেই কাজ চলছে। আমাদের ভবিষ্যৎ মেধাকে রক্ষা করতে মাদক দমন করতেই হবে।’

মন্ত্রী বলেন, ‘সচেতনতা বাড়াতে সর্বত্র প্রচারণাসহ যা যা করা দরকার সবকিছু করা হবে মাদকের বিরুদ্ধে। পাশাপাশি অভিযান চলবে। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যপী ১০ লাখ পোস্টার-লিফলেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে।’

উল্লেখ্য, গত রাতে ময়মনসিংহ, ফেনী, দিনাজপুর, বরিশাল ও টাঙ্গাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী এবং ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি। এদিকে যশোরে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।