প্রচ্ছদ খেলাধুলা ছোট্ট এই দেশের হাতেই রাশিয়া বিশ্বকাপ!

ছোট্ট এই দেশের হাতেই রাশিয়া বিশ্বকাপ!

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম। ঠিক তার পরের দিন হ্যারি কেনদের ইংল্যান্ডের বিপক্ষে খেলবে লুকা মদ্রিদের ক্রোয়েশিয়া।সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে রাশিয়া বিশ্বকাপ থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, উরুগুয়ে ও স্পেনের মতো ফেভারিট দলগুলো। বিশ্বকাপের ট্রফির লড়াইয়ে টিকতে পারেনি ক্রিশ্চিয়ানোর রোনালদোর পর্তুগালও।লিওনেল মেসি-নেইমার-রোনালদোরা মতো তারকা ফুটবলাররা যা করে দেখাতে পারেননি সেটাই করার অপেক্ষায় বেলজিয়ামের রোমেলু লুকাকু এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচরা।

রাশিয়া বিশ্বকাপে তুলনামূলক কম আলোচিত দল হয়েও সেমিফাইনালে উন্নীত ইউরোপের অপেক্ষাকৃত ক্ষুদ্রতম এ দুই দেশ। টাইব্রেকারে স্বাগতিক রাশিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠে আসা ক্রোয়েশিয়ার সামনে ফাইনালে উঠার লড়াই।

অন্যদিকে নেইমারদের ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা বেলজিয়াম ইংলিশদের হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার অপেক্ষায়। ইউরোপের এই দুই দলই সেমিফাইনালে জিতে ফাইনালের ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর। লুকাকুদের বেলজিয়ামের আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অর্ধেক। ২০১৫ সালের আদমশুমারি অনুসারে দেশটির জনসংখ্যা মাত্র ১ কোটি ১২ লাখ। মাত্র ৪১ লাখ জনসংখ্যার ক্রোয়েশিয়া উরুগুয়ের পর বিশ্বের দ্বিতীয় কম জনসংখ্যার দেশ।