প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের সামনে ময়লা আবজর্নার স্তুব কতৃপক্ষ দেখেও দেখেনা

চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের সামনে ময়লা আবজর্নার স্তুব কতৃপক্ষ দেখেও দেখেনা

বখতিয়ার ঈবনে জীবন,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের সামনে ময়লা পানি ও ময়লার স্তুব পানি পেরিয়ে ছাত্র-ছাত্রীদের যেতে হয় কলেজ চত্বরে।
ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ে চিলাহাটি বাজারে সরকারী কলেজটি অবস্থিত। কলেজের সামনে নাবিল ও হানিফ দুই পরিবহনের বাস রাস্তায় দাড়িয়ে থাকে ও সকাল বিকাল এখান থেকে যাতায়াত করে। গাড়ী দুইটি রাস্তার দাড় করানো ও চলাচলের কারনে বর্ষা কালে কলেজের গেটের সামনে রাস্তায় যানযট লেগে থাকে ফলে ছাত্র-ছাত্রীসহ মানুষ জনের চলাচল মারাত্বক বিঘœ সৃষ্টি হয় ও ছাত্র-ছাত্রীরা কলেজে ঢুকতে পারে না। গেটের সামনে ময়লা পানি আর্বজর্না ও কাদায় ভরা জরার্জীন অবস্থা আজ চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজটি।
এ ব্যাপারে অধ্যক্ষকে পাওয়া না গেলে কলেজ কতৃপক্ষের অফিস প্রধান সহকারী হাফিজুর রহমান জানান যে, আমারা গেটের সামনে বালু ফেলেছি কিন্তু গাড়ী বেআইনি ভাবে রাস্তায় দাড়ানো ও চলচলের কারনে বর্ষাকালে ময়লা পানি ও আর্বজর্না স্তুব হয়ে থাকে। ফলে ছাত্র-ছাত্রীদের কলেজ আসতে কষ্ট হয়।
এ ব্যাপারে বাজার কমিটিকে জানানো হয়েছে কিন্তুু তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি।