প্রচ্ছদ খেলাধুলা চার মাসের জন্য ছিটকে গেলেন সুয়ারেজ

চার মাসের জন্য ছিটকে গেলেন সুয়ারেজ

মৌসুমের গুরুত্বপূর্ণ বাঁকে এসে বড় ধাক্কা খেলো এফসি বার্সেলোনা। এবারের মৌসুমে আর খেলতে পারবেন না লুইস সুয়ারেজ । হাঁটুর চোটে পড়ে অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার এ উরুগুইয়ান স্ট্রাইকার । গতকাল আনুষ্ঠানিকভাবে খবরটা নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। রোববার অস্ত্রোপচার হয়েছে সুয়ারেজের হাঁটুতে। ডাক্তার র‌্যামন কুগাতের অধীনে এই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরেই ঘোষণা এসেছে, অন্তত চার মাস খেলতে পারবেন না সুয়ারেজ। বার্সার ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলেও বেশ কিছুদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। উরুগুয়ের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচও খেলতে পারবেন না দেশটির হয়ে সর্বাধিক ৫৫ গোলের মালিক সুয়ারেজ।

তবে আগামী জুনে কোপা আমেরিকা আসরে হয়তো দেখা যাবে তাকে। আর বার্সেলোনা যদি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠতে পারে, সে ম্যাচে খেলার সম্ভাবনা আছে সুয়ারেজের। তবে সেটাও শতভাগ নিশ্চিত নয়। চলতি মৌসুমে ২৩ ম্যাচে ১৪ গোল পেয়েছেন সুয়ারেজ। স্প্যানিশ লা লিগায় ১১ আর চ্যাম্পিয়ন্স লীগে তিন গোল । তবে ক্লাবের হয়ে না খেলতে পারলেও সুয়ারেজের জাতীয় দল উরুগুয়ের চিন্তা করার তেমন কারণ নেই। আগামী জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আগে সুয়ারেজ সুস্থ হয়ে মাঠে ফিরবেন, এমনটাই আশা করা হচ্ছে।