প্রচ্ছদ খেলাধুলা গ্রিজমানের পেনাল্টি গোলে ১-০ তে এগিয়ে ফ্রান্স

গ্রিজমানের পেনাল্টি গোলে ১-০ তে এগিয়ে ফ্রান্স

ম্যাচের ১১ মিনিটে বল নিয়ে বিপজ্জনক ভাবে আর্জেন্টিনার ডি-বক্সে ঢুকে যান কিলিয়ান এমবাপে। কিন্তু ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বাধা দেন মার্কোস রহো। ট্যাকেলের শিকার হয়ে পড়ে যন এমবাপে। ফাউলের বাঁশি বাজান রেফারি। ফলে পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। আর স্পটকিক থেকে গোল করতে মোটেও ভুল করেননি আতোয়াঁ গ্রিজমান। ম্যাচের ১৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফরাসিরা। ১০ মিনিটের মধ্যে তিন তিনটি বিপজ্জনক আক্রমণে যায় তারা। এর মধ্যে পল পগবার একটি ফ্রি কিক আর্জেন্টিনার গোলবারে লাগলে সে যাত্রায় বেঁচে যায় মেসিরা।

বিশ্বকাপে কখনোই ফ্রান্সের কাছে হারেনি আর্জেন্টিনা। এর আগে দুইবার বিশ্ব আসরে দেখা হয়েছিল দুই দলের। দুইবারই জিতেছে আর্জেন্টিনা। এবং দুইবারই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লাতিন দলটি। যার মধ্যে একবার শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে ইতিহাস থেকে স্বপ্ন দেখছে ফ্রান্সও। বিশ্বকাপে লাতিন কোন দেশের কাছে সর্বশেষ খেলা ৮ ম্যাচে হারেনি ফরাসিরা। এছাড়া যতবার শেষ ষোলতে উঠেছে, ততবারই কোয়ার্টার ফাইনাল খেলেছে ফ্রান্স।

দুই দলের বেশ ক’জন খেলোয়াড় আছেন হলুদ কার্ডের খড়গের নিচে। আর্জেন্টিনার ৬ জন ও ফ্রান্সের ৪ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। আজকের ম্যাচে আর্জেন্টিনা দলে একটিই পরিবর্তন এসেছে। হিগুয়েইনের পরিবর্তে শুরুর একাদশে স্থান পেয়েছেন পাভন। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছে ফ্রান্স।

আর্জেন্টিনার একাদশ : ফ্রাঙ্কো আরমানি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস রোহো, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মারকাদো, এভার বানেগা, হাভিয়ে মাচেরানো, এনজো পেরেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি, ক্রিস্তিয়ান পাভন

ফ্রান্স একাদশ : হুগো লরিস, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারান, স্যামুয়েল উমতিতি, লুকাস হার্নান্দেজ, পল পগবা, এঙ্গোলা কান্তে, ব্লেইস মাতুইদি, আতোয়াঁ গ্রিজম্যান, অলিভার জিরু, কিলিয়ান এমবাপে।