প্রচ্ছদ খেলাধুলা গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে রোনালদো

গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে রোনালদো

৩৩-এও নিজেকে তরুণ মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। একথা তিনি বহুবার বলেছেন। বয়সকে যে তিনি থোড়ায় কেয়ার করেন সে প্রমাণ তো রাশিয়াতে দিচ্ছেনই।

স্পেনের বিপক্ষে হ্যাট্রিক করার পর মরক্কোর বিপক্ষেও গোল করেছেন রোনালদো।

বিশ্বকাপের দৌড় এখনও অনেক লম্বা। এরিমধ্যে শুরু হয়ে গেছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের আলোচনা। এখানেও সবার আগে আছে সিআর সেভেন।

দুই ম্যাচে তার গোল ৪ টি। সমানসংখ্যখ ম্যাচে ৩ গোল নিয়ে রোনালদোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্বাগতিক রাশিয়ার ডেনিস চেরিশেভ। এছাড়া ২টি করে গোল আছে আর্টেম জুবা (রাশিয়া), ডিয়েগো কস্তা (স্পেন), হ্যারি কেন (ইংল্যান্ড) এবং রোমেলু লুকাকুর (বেলজিয়াম)। এদের মধ্যে একটি গোলে অ্যাসিস্ট করেছেন জুবা।

সবশেষ ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। তার আগের দুই (২০০৬, ২০১০) বিশ্বকাপে সর্বোচ্চ ৫টি করে গোল করেছিলেন মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) এবং দিয়েগো ফোরলান (উরুগুয়ে)।

এরইমধ্যে ৪ গোল করা রোনালদোর পর্তুগাল শীর্ষ ষোলতে এক পা দিয়ে রেখেছেন। এছাড়া গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে ম্যাচটি তো আছেই।