প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি গণমাধ্যমের জন্য গুগলের জরুরি অনুদান তহবিল

গণমাধ্যমের জন্য গুগলের জরুরি অনুদান তহবিল

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : 

করোনাভাইরাস মহামারীতে সৃষ্ট চাপ সামলাতে ক্ষতিগ্রস্ত বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমকে অনুদান দিকে গুগল। ‘জরুরি গণমাধ্যম অনুদান তহবিল’ গঠন করে গুগল সংবাদমাধ্যমগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে গুগল কর্তৃপক্ষ। 

গুগল নিউজের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড জিনগ্রা বলেন, সবচেয়ে প্রয়োজনীয় সময়গুলোতে মানুষ ও সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ রক্ষায় স্থানীয় সংবাদ একটি অপরিহার্য উপাদান। লকডাউন, স্কুল ও পার্ক বন্ধ বা কোভিড-নাইনটিনের কারণে দৈনন্দিন জীবনকে কিভাবে প্রভাবিত করছে সেসব বিষয়ে তথ্য সরবরাহে আরও বড় ভূমিকা রাখছে সংবাদ মাধ্যমগুলো।

 তিনি বলেন, যেসব স্থানীয় সংবাদমাধ্যম স্থানীয় সম্প্রদায়ের জন্য এই সংকটে মৌলিক তথ্য সরবরাহ করছে সেগুলোকে সহায়তা করবে গুগল।করোনা কারণে সংবাদপত্রগুলোর ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। বিশ্বের নানা প্রান্তে অসংখ্য পত্রিকা মুদ্রণ বন্ধ রয়েছে। লাখো পত্রিকা বন্ধ হওয়ার পথে। এমন অবস্থায় চলতি সপ্তাহে গণমাধ্যমগুলো পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ফেসবুক।সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি জানায়, অনুদানের প্রথম ধাপ যুক্তরাষ্ট্র ও কানাডার স্থানীয় ৫০টি গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে।