প্রচ্ছদ আজকের সেরা সংবাদ গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে মানববন্ধন

গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে মানববন্ধন

বাসে যৌন হয়রানি বন্ধ ও এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মানববন্ধন করেছে উইমেন্স উইন্ডোজ ও নেটওয়ার্ক বিন্দু।

বুধবার রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ বাসস্ট্যান্ডে মানববন্ধন করে ওই দুই সংগঠনের নেতা-কর্মীরা।

মানববন্ধনে স্থানীয়রাও অংশ নেন। ‘যৌন হয়রানি বন্ধ করুন’, ‘রাস্তায় নিরাপত্তা আমার অধিকার’, ‘আমার শরীর আপনার বিনোদনের জন্য নয়’-এমন স্লোগান সম্ববলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে প্রতিবাদকারীরা নিরবে অবস্থান করেন।

উইমেন্স উইন্ডোজ ও নেটওয়ার্ক বিন্দু সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া প্রতিবাদকারীরা জানান, বাংলাদেশের নারীরা কর্মক্ষম হওয়ার কারণে একদিকে যেমন অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে,  অপরদিকে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ হচ্ছে তাদের চলার পথ। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক উন্নয়ন। এদেশের বেশিরভাগ নারীই কর্মস্থলের বাহন হিসেবে গণপরিবহন বেছে নেন। এক জরিপে দেখা গেছে, প্রতি ১০০ জন নারীর মধ্যে ৯০ জনই কোনো না কোনো সময় এসব পরিবহনে যৌন নিগ্রহের শিকার হন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ জনগণ এবং প্রশাসনের ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করাই তাদের উদ্দেশ্য।

মানববন্ধন শেষে তারা বিভিন্ন গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার ও পোস্টার লাগান।