প্রচ্ছদ রাজনীতি গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

কোন দল নির্বাচনে না এলেও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কানাডার টরেন্টোতে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় একথা বলেন তিনি। এসময় বিএনপি নেত্রীকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, দুর্নীতি ও মানুষ হত্যা করলে তাকে কারাভোগ করতেই হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি প্রমাণ করতে পারে নেই, তাদের নেত্রী (বেগম খালেদা জিয়া) ওই এতিমের টাকা চুরি করেন নেই। কোর্টে রায় হয়েছে, রায় অনুযায়ী গ্রেফতার হয়েছে। এখানে সরকারের কি-আছে, তিনি-তো ভালভাবেই আছেন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি আসে নেই। কোন রাজনৈতিক দল নির্বাচনে না আসলে, সেটা তাদের দলের সিদ্ধান্ত। আর কেউ যদি রাজনৈতিক ভুল করে, সেই খেসারত এই দেশের জনগণ কেন দেবে। সেই ভুলের খেসারত দিতে গিয়ে বাংলাদেশের মানুষ কেন পুড়িয়ে মারা যাবে? এটা তাদের নিজের সিদ্ধান্তে তারা কী করবে-করবে না। আজকে দেশের যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, সেটা আমাদের অব্যাহত রাখতে হবে।