প্রচ্ছদ আইন আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জন পুড়িয়ে হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার জামিন না মঞ্জুর করেছেন আদালত। আগামী ২৫ ফেব্রুয়ারি, মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। সোমবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এ সংক্রান্ত আদেশ দেন।

আইনজীবীরা জানান, উচ্চ আদালতের নির্দেশে, মামলার চার্জ গঠন ও জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বেগম জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। একইসঙ্গে মামলার বিচার শুরুর জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা হয়।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে মারা যান অন্তত ৮ জন। এ ঘটনায় ওইদিন রাতেই, চৌদ্দগ্রাম থানায় দুটি পৃথক মামলা করে পুলিশ। চার্জশিটে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে হুকুমের আসামি করা হয়।