প্রচ্ছদ আজকের সেরা সংবাদ খাদ্যপণ্যের ‘সীমাহীন’ মূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ: রিজভী

খাদ্যপণ্যের ‘সীমাহীন’ মূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ: রিজভী

পবিত্র রমজানে দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের ‘সীমাহীন’ মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনিপর এই মুখপাত্র আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে ১২টি সংস্থাকে নাকি সরকার নিয়োগ দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন সিন্ডিকেটের দৌরাত্মে এসব সংস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

খালেদার জামিন পাওয়া নিয়ে রিজভী বলেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাল নথি তৈরির মাধ্যমে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সাজা দেওয়া হয়েছে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর এখনও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। যা সম্পূর্ণ অন্যায় ও ন্যায় বিচারের পরিপন্থি।’

সরকারের নির্দেশে জামিনযোগ্য মামলাতেও খালেদা জিয়াকে জামিন ও মুক্তি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে নানা ফন্দি ফিকির করা হচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচন এদেশের মানুষ হতে দেবে না।