প্রচ্ছদ আজকের সেরা সংবাদ কোটা সংস্কার: প্রধানমন্ত্রী অভিমুখী মিছিল শাহবাগে আটকে দিলো পুলিশ

কোটা সংস্কার: প্রধানমন্ত্রী অভিমুখী মিছিল শাহবাগে আটকে দিলো পুলিশ

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে ও আন্দোলনকারীদের ওপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। রোববার দুপুরে শাহবাগে এ ঘটনা ঘটে। এতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুপুর বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে বাম ছাত্র সংগঠনগুলো। এরপর ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যেতে চাইলে জাদুঘরের গেটে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের ধস্তাধস্তাতিতে ৩ জন আহত হয়েছেন।এরা হলেন ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অনিক রায়, ঢাকা জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাব্বির, ছাত্রফ্রন্টের নাসিরউদ্দিন প্রিন্স প্রমুখ। পরে ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।