প্রচ্ছদ জাতীয় কোটা সংস্কার : আহত ৭ জন ঢামেকে

কোটা সংস্কার : আহত ৭ জন ঢামেকে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলনে আতর্কিত হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর রয়েছেন৷ আহতদের মধ্যে তার অবস্থা গুরুত্বর।

এ ছাড়া হামলায় মহসিন হলের আব্দুল্লাহ, এসএম হলের আতা উল্লাহ,  বঙ্গবন্ধু হলের মো. শাহেদ, সূর্যসেন হলের সাদ্দাম হোসেন, ঢাকা কলেজের মাসুদ ও হায়দার আহত হয়েছেন৷ তারাও (ঢামেক) হাসপাতলে রয়েছেন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সমানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়।

কোটা বাতিল বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রায় তিন মাস পার হলেও প্রজ্ঞাপন জারির কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় নতুন করে আন্দোলনের প্রস্তুতির জন্য বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন ডাকে আন্দোলনকারীরা। এসময় সেখানে উপস্থিত হন-পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক রাশেদ ও নুরুল ইসলাম নুর। ছাত্রলীগ তাদের ওপর এই হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে।

ঢামেক সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে আতা ও সাদ্দামকে হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে৷