প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার রহস্য উদঘাটন

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার রহস্য উদঘাটন

সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল (৩০) নিজ বাড়ীতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আলোচিত ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বিপিএম পিপিএম সেবা বলেন, অন্যকারো গুলিতে নয় নাজমূল নিজের গুলিতেই আত্মহত্যা করেছেন। অস্ত্র উদ্ধার হয়েছে। বিষয়টি সমর্থন করেছেন নাজমুলের পরিবারও।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ লাইনে এ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও নাজমুলের বাবা আলতাফ হোসেন, মা নাজমা খাতুন, সদ্য বিবাহিত স্ত্রী উর্মি খাতুন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সাংবাদিকদের আরো বলেন, হতাশাগ্রস্থ্য থেকে নাজমুল আত্মহত্যা করেছে। তবে কি কারনে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি, সদ্য বিবাহিত নাজমুল হতাশ ছিল তা নিশ্চিত করেননি তিনি। বিষয়টির সঠিক তথ্য দিতে পারেনি পরিবারের সদস্যরাও। নাজমুলের মা নাজমা খাতুন বলেন, গুলির শব্দে নাজমুলের ঘরে গিয়ে দেখি গুলিবিদ্ধ নাজমুল মেঝেতে পড়ে আছে। ভয়ে দ্রুত অস্ত্রটি তুলে নিয়ে পাশের বাড়িতে লুকিয়ে রাখি। তখন নববধু নাজমুলের পাশে কাদছিল। পুলিশ আত্মহত্যায় ব্যবহিৃত ওয়ান সুটার গান ছাড়াও একটি পিস্তল উদ্ধার করেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ায় নাজমুলের নিজ ঘরের মেঝে থেকে তার মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়। এর পর থেকে নাজমুল কিভাবে হত্যা হয়েছে তা নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়। নাজমুল গত রবিবার উর্মি খাতুনকে বিবাহ করে।