প্রচ্ছদ জাতীয় ‘কিডনিতে কিছু সমস্যা আছে, স্থিতিশীল হলে বাইপাসের সিদ্ধান্ত’

‘কিডনিতে কিছু সমস্যা আছে, স্থিতিশীল হলে বাইপাসের সিদ্ধান্ত’

হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কিডনিতে কিছু সমস্যা রয়েছে। এইগুলো স্বাভাবিক হলে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বাইপাসের সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের ব্রিফিংয়ের বরাত দিয়ে মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বতর্মানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন।

এর আগে, সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বিকেল ৪টার দিকে ওবায়দুল কাদেরকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরে বাংলাদেশ সময় ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। বর্তমানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।