প্রচ্ছদ বিনোদন কাস্টিং কাউচের মুখোমুখি হইনি : মাধুরী

কাস্টিং কাউচের মুখোমুখি হইনি : মাধুরী

বর্তমানে বিশ্ব শোবিজ অঙ্গনের অন্যতম আলোচনার বিষয় যৌন হয়রানি। স্বজনপ্রীতি, কাস্টিং কাউচ থেকে শুরু করে নানা প্রতিকূল ঘটনার মুখোমুখি হতে হয় শিল্পীদের। ঝলমলে শোবিজ জগতের অন্ধকার দিক দূর করতে সোচ্চার এ অঙ্গনের নারীরা। অনেকে তারকাই বিষয়টি নিয়ে তাদের মন্তব্য করছেন।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার পরবর্তী সিনেমা বাকেট লিস্ট। মারাঠি এ সিনেমায় একজন গৃহিণীর চরিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে এর প্রচার নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। এই সময় কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

মাধুরী দীক্ষিত বলেন, ‘আমি কাস্টিং কাউচ প্রথা সম্পর্কে জানি না কারণ কখনো এর মুখোমুখি হইনি। তবে আমার কাছে মনে হচ্ছে এখন সময় কিছুটা পরিবর্তন হয়েছে, সবাই নারীদের কথা শুনছে; তাদের লক্ষ্যবস্তুতে পরিণত না করে সাহায্য করছে। সম্ভবত অতীতে নারীরা অনেক বেশি ভয়ে থাকত।’

সিনেমা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘বাকেট লিস্ট একটি গল্প নির্ভর সিনেমা। আমার চরিত্রের নাম মাধুরা সানে, যে কিনা এক সময় সিদ্ধান্ত নেয় নিজের জীবনের নিয়ন্ত্রণ নিবে এবং এটি করতে গিয়ে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে। শুধু ভারতে নয় সব নারীর জীবনই এমন। বিয়ের পর নারীরা কোথায় যেন হারিয়ে যায়। পরিবার, সন্তান, স্বামী, শ্বশুর-শাশুড়ি, মা-বাবা বেশি প্রাধান্য পায়। আমরা নিজেদের ভুলে যাই। মাধুরা তেমনই একজন নারী।’

নিজের ক্ষেত্রে এমনটা হয়েছে কিনা? এমন প্রশ্নের উত্তরে মাধুরী বলেন, ‘অবশ্যই। আমি একাধারে একজন স্ত্রী ও মা, যখন আমার সন্তানরা ছোট ছিল এবং আমি তাদের দেখাশোনা করতাম, তখন নিজের কথা ভুলে যেতাম। পৃথিবীর কোনো কিছু মাথায় থাকত না।’