প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ইফতারে ভেজাল পেলেই জরিমানা

ইফতারে ভেজাল পেলেই জরিমানা

 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ইফতারের দোকানে পঁচা, বাসি ও ভেজাল খাবার পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। আর এর চেয়ে বেশি কিছু হলে শাস্তির ব্যবস্থা রয়েছে। এ জন্য এবং নিত্যপণ্যের দাম ঠিক রাখতে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে পাঁচটি মনিটরিং টিম কাজ করছে।

শুক্রবার প্রথম রোজায় রাজধানীর চকবাজারে ঐতিহ্যবাহী ইফতারির বাজার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মেয়র।

তিনি বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে যেতে দেয়া হবে না। কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে ঊর্ধ্বগতি রয়েছে, তবে তা গত বছরের তুলনায় কম। রমজানের আগে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে, এটা সত্য। তবে গত বছরের তুলনায় এখনও কম রয়েছে।

সিটি কর্পোরেশনের পাশাপাশি পুলিশ, র‌্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নানা অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।

এদিকে চকবাজারে ঐতিহাসিক ইফতার বাজার এলাকার রাস্তা খারাপের বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই রাস্তার সংস্কারের কাজ হাত নেয়া হয়েছিল কিন্তু তা পিছিয়ে যায়। বৃষ্টি শেষে আবার সংস্কার শুরু করবো। এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য ও বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তাসহ স্থানীয় কাউন্সিলররা তার সঙ্গে ছিলেন।