প্রচ্ছদ হেড লাইন কাল থেকে উন্মুক্ত হচ্ছে মসজিদগুলো

কাল থেকে উন্মুক্ত হচ্ছে মসজিদগুলো

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দেশের মসজিদগুলো উন্মুক্ত করে দেয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার জোহর থেকে দেশের সব মসজিদে পাঁচ ওয়াক্ত ও তারাবির নামাজ আদায় করা যাবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল জোহরের নামাজ থেকে মসজিদে সব ধরণের নামাজ পড়তে পারবেন মুসল্লীরা।

শর্ত সাপেক্ষে তারাবিসহ সব নামাজ সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। তবে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ার কথা বলা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ পাঁচজন এবং তারাবির নামাজে সর্বোচ্চ ১০ জন নামাজ আদায় করতে পারবেন বলে সম্প্রতি নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়।