প্রচ্ছদ আজকের সেরা সংবাদ করোনা মোকাবিলায় চিকিৎসক দল পাঠাতে চায় ভারতীয় সেনাবাহিনী : বাংলাদেশের অসম্মতি

করোনা মোকাবিলায় চিকিৎসক দল পাঠাতে চায় ভারতীয় সেনাবাহিনী : বাংলাদেশের অসম্মতি

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

দক্ষিণ এশিয়াতে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। তা প্রতিরোধে সাহায্যের অংশ হিসেবে বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল, মিয়ানমার, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ  প্রতিবেশি দেশগুলো জন্য র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে ভারতীয় সেনাবাহিনী। 

এরই মধ্যে মালদ্বীপে ১৪ সদস্যের প্রতিনিধি দলও পাঠিয়েছে। সেখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে তারা। ভারতীয় গণমাধ্যম পিটিআই, টাইমস অব ইন্ডিয়া ও দ্যা প্রিন্ট- এমন সংবাদ প্রকাশ করেছে মঙ্গলবার।

ওই সংবাদে বলা হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এমন দেশগুলোর চিকিৎসক ও  স্বাস্থ্যকর্মীদের পাশে থাকতে চায় তারা।

তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেন বুধবার বাংলাদেশের ইংরেজি দৈনিককে মুঠোফোনে বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশে ভারতীয় সেনা চিকিৎসক দলের সহযোগিতার প্রয়োজন নেই। বরং আমরাই বিভিন্ন দেশে আমাদেশে চিকিৎসক দল পাঠাচ্ছি। ওই গণমাধ্যমটিকে তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী এরই মধ্যে কুয়েতে একটি মেডিকেল টিম পাঠিয়েছে। আমরা মালদ্বীপ, ভুটান, চীনকেও সহায়তা করছি।