প্রচ্ছদ আজকের সেরা সংবাদ করোনা: দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত,কমেছে মৃত্যু

করোনা: দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত,কমেছে মৃত্যু

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

দেশে কোভিড-১৯ শনাক্তের ৫৬তম দিনে গত ২৪ ঘণ্টায় ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এসময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। গতকাল শনিবার মারা গিয়েছে ৫ জন। 

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

তিনি বলেন: করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৬৮টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি।ডা. নাসিমা সুলতানা জানান: নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৫৫। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে।

তিনি বলেন: নতুন করে যে ২ জন মারা গেছেন তারা একজন ১১ থেকে ২০ বছর বয়সী, আরেকজন ষাটোর্ধ্ব। মৃতরা রাজধানীর বাইরের বাসিন্দা।