প্রচ্ছদ আর্ন্তজাতিক করোনা চীনের গবেষণাগার থেকে উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্র প্রমাণ দিক : ডব্লিউএইচও

করোনা চীনের গবেষণাগার থেকে উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্র প্রমাণ দিক : ডব্লিউএইচও

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাস চীনের গবেষণাগার থেকে উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ বরবারই করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এনিয়ে কয়েকবার কথা বলেছেন। সোমবার আবারও অভিযোগ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তার এ বক্তব্যকে অনুমান নির্ভর আখ্যা দিয়েছে।

সংস্থাটির শীর্ষ জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান বলেন, চীনের গবেষণাগারে ভাইরাসটি উৎপত্তি হওয়ার কোনও প্রমাণ থাকলে তা উপস্থাপন করা হোক।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার জেনেভা থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মার্কিন এসব অভিযোগ চীনসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই তা অস্বীকার করে আসছেন। গত বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই অভিযোগ করে আসছেন।