প্রচ্ছদ সারাদেশ করোনায় আক্রান্ত গৃহবধূর দাফনে স্থানীয়দের আপত্তি

করোনায় আক্রান্ত গৃহবধূর দাফনে স্থানীয়দের আপত্তি

 

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দে আলম চৌধুরী পাড়ার বাবু লাল সেখের স্ত্রী আইভি আক্তার গত রোববার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তে মারা যান। তার মরদেহ সোমবার গোয়ালন্দে আনা হলে স্থানীয়দের আপত্তির মুখে মরদেহ বাবার বাড়ি ফরিদপুরের মাছচর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মোর্শেদুল আলমের নেতৃত্বে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। 

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান,করোনায় আক্রান্তে মৃত আইভির স্বামীর বাড়ি গোয়ালন্দের বাবুল সেখের বাড়ি লকডাউন করা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ফরিদপুরের আইভি আক্তারের (২২) মরদেহ দাফন নিয়ে চলে নানা বিপত্তি। স্বামীর বাড়ি রাজবাড়ীতে মরদেহটি নিয়ে যাওয়া হলে স্থানীয়রা মরদেহ দাফনে বাধা দেয়। পরে আইভির বাবার বাড়ি ফরিদপুরে মরদেহ আনা হলে সেখানেও ঘটে একই ঘটনা।

স্থানীয়রা প্রবল আপত্তি জানায় তাদের এলাকায় মরদেহ দাফনে। এলাকাবাসী তো নয়ই মরদেহের কাছে আসেনি আইভির স্বজনরাও। খবর পেয়ে তাৎক্ষণিক এগিয়ে আসে ফরিদপুর জেলা পুলিশ। পরে সোমবার মধ্যরাতে তাকে বাবার বাড়িতে দাফন করা হয়।