প্রচ্ছদ আর্ন্তজাতিক করোনা : ইতালিতে ফের বেড়েছে মৃতের সংখ্যা

করোনা : ইতালিতে ফের বেড়েছে মৃতের সংখ্যা

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ইতালিতে মহামারী করোনায় আক্রান্ত হয়ে ফের বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যা ।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৭৪ জন। যা ২১ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ মৃত্যু, ঐদিন মৃতের সংখ্যা ছিল ৫৩৪ জন। দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৭১০ জন।

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, মহামারী করোনায় গত একদিনে নতুন সংক্রমণের সংখ্যা ১ হাজার ৯০০ জন। গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯ হাজার ৩২৮ জন।

তবে ইতালিতে ক্রমেই বাড়ছে সুস্থতার সংখ্যা। গত একদিনেই সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৫ জন করোনা রোগী। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৯১৪ জন করোনা রোগী।

এদিকে ইতালিতে সুস্থতার সংখ্যা বাড়তে থাকায় খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরবে ইতালিতে। আগামী ৪ই মে লকডাউন শিথিল হবে। দেশটির বিভিন্ন অঞ্চলে পুনরায় ছন্দে ফিরে আসবে।

ইতালিতে আগামী সোমবার থেকে শিথিল করা হবে লকডাউন।

ইতিমধ্যে বিভিন্ন শহরে খুলতে শুরু করেছে দোকানপাট, রেস্টুরেন্ট, স্টেশনারি, বইয়ের দোকান, বাচ্চাদের কাপড়ের দোকান। কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার লকডাউন শিথিল হওয়ার পর থেকে বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকানগুলো চালু করে দেওয়া হবে জানিয়েছে সংশ্লিষ্টরা।