প্রচ্ছদ আর্ন্তজাতিক করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ওপর ‘হামলা’ চালানো হয়েছে – ট্রাম্প

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ওপর ‘হামলা’ চালানো হয়েছে – ট্রাম্প

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

যুক্তরাষ্ট্রের ওপর একপ্রকার হামলা করা হয়েছে৷ করোনাকে অস্ত্রের সঙ্গে তুলনা করে এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কারণ তার মতে, এটা কোনও ফ্লু নয় বরং ফ্লুয়ের মোড়কে এক মারণাস্ত্র; যার কারণে কিছুটা হলেও বিপর্যস্ত তাদের দেশের অর্থনীতি৷ যুক্তরাষ্ট্রে সবশেষ ১৯১৭ সালে এমন খারাপ দেখা গিয়েছিল বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সরকারি ঋণ নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসন মানুষের সাহায্যে এগিয়ে এসেছে৷ এই বিপর্যয় তারা কাটিয়ে উঠবেন বলেও দাবি করেছেন ট্রাম্প। 

ট্রাম্পের ভাষায়, গত তিন বছরে দেশের অর্থনৈতিক উন্নতি ছিল চোখে পড়া মতো৷ বিশ্ব ইতিহাসে অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি খুবই ভালো জায়গায় ছিল৷ কিন্তু লকডাউনের ফলে এক ধাক্কায় সব ওলট-পালট হয়ে গেছে। কিন্তু আবার ধীরে ধীরে বাণিজ্যিকভাবে তারা ঘুরে দাঁড়াবে, যার জন্য বড় শিল্পগুলোকে সাহায্য করবে তার সরকার৷

তিনি আরও জানিয়েছেন যে, দুই মাস আগেই দেশের এয়ারলাইন্স থেকে শুরু করে অন্যান্য বড় প্রতিষ্ঠানগুলো দারুণ ব্যবসা করছিল৷ তারপরই এই ধস৷ তবে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সব রকম সাহায্য করবে মার্কিন সরকার৷

উল্লেখ্য, চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়ালেও বিশ্বে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত সাড়ে আট লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে সাড়ে ৪৭ হাজারের বেশি মানুষের।