প্রচ্ছদ রাজনীতি ওবায়দুল কাদেরের নির্দেশে মওদুদ আহমদ অবরুদ্ধ : রিজভী

ওবায়দুল কাদেরের নির্দেশে মওদুদ আহমদ অবরুদ্ধ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী দাবি করেছেন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের নির্দেশে তার দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে নোয়াখালীর নিজবাড়িতে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে শুক্রবার সকাল থেকে মওদুদ আহমদ অবরুদ্ধ আছেন। দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে পুলিশ বাধা দেয় এবং সেখান থেকে ১০ জনকে আটক করে। আজও (শনিবার) নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে পারছেন না। বর্ষীয়ান এই রাজনীতিকের সঙ্গে এ আচরণ সরাসরি গুণ্ডামি।’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের তার মন্ত্রণালয় চালাতে সম্পূর্ণ ব্যর্থ। সড়কে মৃত্যুর মিছিল থামছে না। সব মহাসড়কে ৩০-৪০ কিলোমিটার করে যানজট। পবিত্র ঈদুল আযহায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন না শুধুমাত্র তার ব্যর্থতায়।’

বিএনপির এই নেতা ব‌লেন, ‘জনগণের ভোটে ওবায়দুল কাদের জিততে পারবেন না। কারণ, ক্ষমতার প্রতি তীব্র আবেগে তার বিবেক বিবশ হয়ে গেছে। সেজন্যই তিনি মওদুদ আহমেদকে নিজ বাড়িতে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন।’

তিনি আরো বলেন, ‘এই ওবায়দুল কাদেররাই নিজেদের অনাচার ও অপকর্মের মাধ্যমে ১/১১’র পুনঃরাবৃত্তির পথ প্রশস্ত করছেন।’

রিজভী অবিলম্বে মওদুদ আহমদের বাড়ি থেকে পুলিশি অবরোধ তুলে নেয়া এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।