প্রচ্ছদ আজকের সেরা সংবাদ এ বছর আসবে না করোনার ভ্যাকসিন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

এ বছর আসবে না করোনার ভ্যাকসিন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব স্বীকার করেছেন যে, করোনাভাইরাসের একটি ভ্যাকসিন ‘এ বছর আসার সম্ভাবনা’ নেই। তিনি বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে সময় লাগবে। খবর দ্য সানের।

স্কাই নিউজের সোপি রিজকে দেয়া এক সাক্ষাৎকারে রাব বলেন, যদি ‘কয়েক দফায়’ ভাইরাস আঘাত হানলে ভ্যাকসিন খুব গুরুত্বপূর্ণ হতে পারে।

তিনি বলেন, অ্যান্টিবডি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে জানা যাবে যে আপনি ভাইরাসে আক্রান্ত কিনা। গলায় পরীক্ষাও বলে দিতে পারে যে আপনি করোনায় আক্রান্ত কিনা।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও এর সমাপ্তি ঘটাতে আমরা সব ধরনের পদক্ষেপ নেয়ার চেষ্টা করছি।তিনি বলেন, আমরা একটি ভ্যাকসিনও তৈরির চেষ্টার করছি, কিন্তু এটা এ বছর আসবে না সম্ভবত। কয়েক দফার করোনাভাইরাস ঠেকাতে এটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে।

এমন এক সময় ডমিনিক রাব এ কথা বললেন যখন বিশ্বের বিজ্ঞানীরা করোনার একটি ভ্যাকসিন তৈরির মরিয়া চেষ্টা করছেন। ভ্যাকসিন তৈরি করতে সাধারণ কয়েক বছর লেগে যায়।

কিন্তু গবেষকরা করোনার একটি ভ্যাকসিন কয়েক মাসের মধ্যে তৈরি করার চেষ্টা করছেন।এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু হয়েছে। এছাড়া ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছে চীনসহ ইউরোপের আরও কয়েকটি দেশ।