প্রচ্ছদ খেলাধুলা এশিয়া কাপের সেরা একাদশ

এশিয়া কাপের সেরা একাদশ

এশিয়া কাপের ১৪তম আসর শেষ হয়েছে। আসরের দুর্দান্ত পারফরমেন্স করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন ভারতের রোহিত শর্মা, বাংলাদেশের মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান এবং আফগানিস্তানের রশিদ খান। এশিয়া কাপে ব্যাটিং ও বোলিংয়ে এই সেরাদের নিয়ে একাদশ তৈরি করা হলে কেমন হবে সেটি-

রোহিত শর্মা : এবারের এশিয়া কাপের আসরের সেরা ওপেনার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে অসাধারণ ফর্মে রয়েছেন তিনি। এক শো’র ওপর গড়ে রান করেছেন ৩১৭।

শিখর ধাওয়ান : ইংল্যান্ড সফরে তেমন কিছু করতে না পারলেও এশিয়া কাপে ব্যাট হাতে ৫ ম্যাচে ৩৪২ রান করেছেন শিখর। স্ট্রাইক রেট ১০২।

মুশফিকুর রহিম : এবারের আসরে ইনজুরি নিয়েও দুর্দান্ত পারফরমেন্স করেছন বাংলাদেশের মুশফিকুর রহিম। তার সেরা ১৪৪ রান। ৫ ম্যাচে সংগ্রহ ৩০২ রান।

শোয়েব মালিক : এশিয়া কাপে বেশ ভালই ধারাবাহিকতা দেখা গেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েবের মধ্যে। অনেক ম্যাচে একা লড়াই করেছেন। টুর্নামেন্টে তার রানের গড় ৭০.৩৩।

হাসমাতুল্লাহ সিদ্দিকি : ২৩ বছর বয়সী এই আফগান মিডল অর্ডার ব্যাটসম্যানটি বেশ নজর কেড়েছেন এ বার। পাঁচ ম্যাচে ২৬৩ রান করেছেন। গড় ৬৫.৭৫।

কেদার যাদব : ভারতের এই অলরাউন্ডার এবার নজর কেড়েছেন। ব্যাট-বল হাতে তাবড় ব্যাটসম্যানদের ঘাবড়ে দিয়েছেন।

মোহাম্মদ নবি: বছর তেত্রিশের এই আফগান ক্রিকেটার এবার কিন্তু ভালই চমক দেখিয়েছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও ভাল পারফর্ম করেছেন।

রশিদ খান : নামটাই যেন বিস্ময় তৈরি করেছে। আইপিএল থেকে বিস্ময় শুরু হয়েছিল, এশিয়া কাপেও তার ঝলক দেখা গেল। ১০ উইকেট নিয়ে এশিয়া কাপে আফগানিস্তানের সেরা বেলার তিনিই।

মোস্তাফিজুর রহমান : বাংলাদেশের হাসিমুখের এই ঘাতক এবারের এশিয়া কাপে প্রতিপক্ষ শিবিরে ত্রাস সৃষ্টি করেছেন। নজর কেড়েছেন সবার। ভারতের বিরুদ্ধে ফাইনালে দশ ওভারে মাত্র ৩৮ রান খরচ করে তুলে নিয়েছিলেন দুই উইকেট। ৫ ম্যাচে শিকার করেছেন ১০টি উইকেট। সেরা বোলারদের তালিকায় আছেন দুই নাম্বারে।

কুলদীপ যাদব : ভারতের এই বোলার ১০ উইকেট শিকার করেছেন। সেরা বোলিং ৪৫ রানে ৩ উইকেট।

জসপ্রীত বুমরা : মাঝে কিছু দিন চোটের জন্য দলের বাইরে ছিলেন বুমরা। তবে ফিরে এসেই চমক দেখিয়েছে এশিয়া কাপে। উইকেট তুলেছেন ৭টি। সেরা বোলিং ৩৭ বলে ৩ উইকেট।