প্রচ্ছদ শিক্ষাঙ্গন স্টেট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীদের সম¦র্ধনা অনুষ্ঠিত

স্টেট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীদের সম¦র্ধনা অনুষ্ঠিত

এসইউবি’র পরিবেশ বিজ্ঞান বিভাগে গ্রীষ্মকালীন ২০১৮ সেমিস্টারে নবীন শিক্ষার্থীদের সম¦র্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-র চেয়ারম্যান আবু নাসের খান। মঞ্চে উপবিষ্ট আছেন এসইউবি’র ট্রেজারার তারিকুজ্জামান খান, এফসিএ, এফসিএস এবং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. আমির এইচ. খান।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর পরিবেশ বিজ্ঞান বিভাগে শরৎকালীন ২০১৮ সেমিস্টারে নবীন শিক্ষার্থীদের সম¦র্ধনা সেপ্টে¤¦র ২৮, ২০১৮ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হয়। বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. আমির এইচ. খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধনী বক্তৃতা রাখেন এসইউবি’র ট্রেজারার তারিকুজ্জামান খান, এফসিএ, এফসিএস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-র চেয়ারম্যান আবু নাসের খান। অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে স¦াগত বক্তব্য দেন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক খান ফেরদৌসর রহমান। বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিন (ব্যাচ-৪২) এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ড. রুহিনা মার্জিয়া খানম (ব্যাচ-৪৫)। বক্তাগণ নবীন শিক্ষার্থীদের স¦াগত জানিয়ে বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।