প্রচ্ছদ আজকের সেরা সংবাদ এদেশে এখন রাতে ভোট হয়, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা-প্রশ্ন মান্নার

এদেশে এখন রাতে ভোট হয়, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা-প্রশ্ন মান্নার

এদেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি হচ্ছে, শেয়ারবাজারে লুট হচ্ছে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুট করা হচ্ছে। এটা কি মুক্তিযুক্তের চেতনা বহন করে? প্রশ্ন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ প্রশ্ন রাখেন।

মাহমুদুর রহমান বলেন,আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি। যে মুক্তির জন্য আমরা ৭১ সালে লড়াই করেছিলাম, সেই মুক্তি আমরা পাইনি। সত্যিকার অর্থে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই। পুরোপুরি পথভ্রষ্ট হয়েছি।

এ সময় মান্নার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মান্না বলেন, আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র, যেখানে মানুষের সব ধরণের অধিকার থাকবে।কথা বলার অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে। কিন্তু আমরা সেটা পাইনি।