প্রচ্ছদ অন্যরকম একে অপরের শ্রাদ্ধ করলেন জীবিত বাবা-ছেলে

একে অপরের শ্রাদ্ধ করলেন জীবিত বাবা-ছেলে

পরিবারে বাবা ও ছেলে বাদে অন্য কোনো সদস্য না থাকায় জীবিত অবস্থায়ই একে অপরের শ্রাদ্ধ করেছেন। ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ দক্ষিণ গোয়ালপাড়ার এই দুই ব্যক্তি হিন্দু ধর্মের ‘রীতি মেনেই’ সকল আনুষ্ঠানিকতা শেষ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলার প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুজনের নাম নিমাই রায় ও তার ছেলে দেবাশীষ রায়। নিমাই রায়ের একটি মেয়ে রয়েছে। কিন্তু তার বিয়ে হয়েছে অনেক দিন আগে। বছর ৪৫-এর ছেলে দেবাশীষ বিয়ে করেননি। বাবা নিমাইয়ের সঙ্গেই থাকেন তিনি। এই অবস্থায় দুজনের মধ্যে কেউ একজন যদি মারা যান, তাহলে অন্য জনের পক্ষে শ্রাদ্ধানুষ্ঠান করা মুশকিল হয়ে যাবে। তাই এই মানসিক চাপ থেকে বাঁচতে জীবিত অবস্থাতেই পরলৌকিক ক্রিয়া সেরে ফেলার তোরজোড় শুরু করেন তারা।

জানা গেছে, শ্রাদ্ধের জন্য ৫০ জন অতিথিকে খাওয়ানো হয়। আচার মেনেই সম্পন্ন হয় আদ্যশ্রাদ্ধ ও পিণ্ডদান। দই, মিষ্টি দিয়ে ব্রাহ্মণদের খাওয়ানো হয়।

বাবা-ছেলের এমন উদ্যোগে অনেকটাই অবাক হয়েছেন এলাকাবাসী।