প্রচ্ছদ আজকের সেরা সংবাদ একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা সাদেক বাচ্চুর পরিবার

একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা সাদেক বাচ্চুর পরিবার

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান খল অভিনেতা ও ডাক বিভাগের সাবেক কর্মকর্তা সাদেক বাচ্চু। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। সেই মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অভিনেতার স্ত্রী শাহনাজ।

সাদেক বাচ্চুর সংসারে স্ত্রী ছাড়াও দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ের নাম মেহজাবীন। তিনি এইচএসসি প্রথম বর্ষে পড়ছেন। ছোট মেয়ে নওশিন দশম শ্রেণির শিক্ষার্থী। সবচেয়ে ছোট ছেলে সোয়ালেহিন। সে সবে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

অভিনেতার তিন সন্তানের কেউই উপার্জনক্ষম নয়। কাজেই তাদের নিয়ে স্ত্রী শাহনাজ পড়েছেন মাঝদরিয়ায়। সাদেক বাচ্চুর স্ত্রী শাহনাজ বলেন, ‘আমার ছোট ছোট বাচ্চাদের উনি সামলে রেখেছিলেন। তার হুট করে চলে যাওয়ায় আমরা দিশেহারা। এখন কি করব কিছুই ভাবতে পারছি না। অন্য কোনো আয়ের তো উপায় নেই।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শাহনাজ। তিনি জানান, ‘ডাক বিভাগের চাকরি থেকে অবসর নেয়ার পর কিছু টাকা সঞ্চিত ছিল। ২০১৩ সালে সাদেক বাচ্চুর ব্রে’নস্ট্রো’ক হয়। তাকে ৯ দিন লাই’ফ সাপো’র্টে রাখা হয়। ওই সময় ৩০ লাখ টাকা খরচ হয়। ফলে পেনশনের সব টাকাই শেষ হয়ে যায়। এরপর থেকে ওনার অভিনয়ের টাকায় আমাদের সংসার চলছিল।’

স্বামী সাদেক বাচ্চু খুবই আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ ছিলেন জানিয়ে শাহনাজ বলেন, তিনি পারলে কাউকে সহযোগিতা করতেন। কখনো অর্থনৈতিক সহায়তা আমাদের প্রয়োজন হয়নি। সর্বশেষ ওনার চি’কিৎসা করাতে গিয়ে ঋণ করেছি। সে সময় আমার ভাই পাশে দাঁড়িয়েছে। সহযোগিতাও করেছে।’

তিনি বলেন, ‘শ্বশুর-শাশুড়ি বেঁচে নেই। আমার বাবাও মা’রা গেছেন। আমার মায়েরও বয়স হয়েছে। একমাত্র থাকার জায়গা ছাড়া আমাদের কোনো জায়গা নেই। চলচ্চিত্র পরিবারের কাছে সহায়তার আশা করব সেই উপায় নেই। এখন তো বাংলাদেশের চলচ্চিত্র কমে গেছে। তাই সংগঠনগুলোর কাছ থেকে এই সময়ে সহায়তা আশা করতে পারি না।’

অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রশংসা করে শাহনাজ বলেন, ‘দুঃসময়ে জায়েদ ছেলেটি আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে। ক’রোনার সময় কাউকে পাশে পাইনি। কিন্তু সে পাশে থেকে সাদেক বাচ্চুর জানাজা, দাফ’নসহ সব কাজে সহায়তা করেছে।’