প্রচ্ছদ হেড লাইন রোগী সঙ্কটে ৩ করোনা হাসপাতালের কার্যক্রম বাতিল

রোগী সঙ্কটে ৩ করোনা হাসপাতালের কার্যক্রম বাতিল

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনা রোগী সংকটের কারণে রাজধানীর তিন কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের করোনা কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসা দিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসার প্রয়োজনে তিনটি হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনায় ডেডিকেটেড ঘোষণা করা হয়েছিল।

এই তিন হাসপাতাল হলো- বাবুবাজারের ঢাকা মহানগর হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল এবং বসুন্ধরা কোভিড হাসপাতাল।

আদেশে আরো বলা হয়েছে, বর্তমানে ওই তিনটি হাসপাতালের সাধারণ বেড ও আইসিইউ বেডে রোগী না থাকায় বা রোগী কমে যাওয়ায় তাদের কোভিড-১৯ কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসার প্রয়োজনে নন কোভিড চিকিৎসা কার্যক্রম চালুর অনুরোধ করা হলো।

এসব হাসপাতালের কোভিড-১৯ সংক্রান্ত সকল আদেশ বাতিল করার কথাও ওই আদেশে জানানো হয়।