প্রচ্ছদ রাজনীতি ‘উন্নয়নের স্বার্থেই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে’

‘উন্নয়নের স্বার্থেই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে বাংলাদেশ অনেকটা এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এ পরিক্রমা এখন আন্তর্জাতিক অঙ্গনে রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের এই ধারাক্রম অব্যাহত রাখতেই সামনের নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার বিকল্প নেই। এজন্য দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সমাবেশে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গত ৩ বছরের অগ্রগতির পর্যালোচনা সমাবেশে এসেছিলাম জাতিসংঘে। সেখানে বাংলাদেশের প্রশংসা বাক্য শুনে খুবই ভালো লাগলো। বিদেশিদের কাছে বাংলাদেশের এগিয়ে চলার গল্পে আমরা সকলেই উজ্জীবিত।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনার সরকার কাজে বিশ্বাসী। যার সুফল এখন সমগ্র জনগোষ্ঠী পাচ্ছে। প্রবাসীরাও দেশে গেলে সম্মান পাচ্ছেন। প্রবাসীদের ব্যাপারে বর্তমান সরকারের সীমাহীন উদারতার নজির রয়েছে।’

বাংলাদেশে এখন সুষম উন্নয়নের জোয়ার চলছে। কোন এলাকাই অবহেলিত নেই। টেকনাফ থেকে তেতুলিয়া-সর্বত্র একইধারায় উন্নয়ন ঘটছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদের সভাপতিত্বে এ মতবিনিময় সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তারা উভয়ে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বন্ধুদের কৌতুহলের প্রসঙ্গ উল্লেখ করেন। সকলেই বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলে মন্তব্য করেন।

মতবিনিময় সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও নিউইয়র্কস্থ সবাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী জয়নাল আবেদীন, আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা জামালউদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন প্রমুখ।

শুরুতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রবাসীরা। তারও আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দো-মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।