প্রচ্ছদ আর্ন্তজাতিক উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি : পম্পেও

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি : পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ‘মুখ্য বিষয়ের প্রায় সবগুলোতে’ অগ্রগতি হয়েছে। এর মধ্যে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের একটি সময়সীমা নির্ধারণের বিষয়টিও রয়েছে। তবে এ ক্ষেত্রে আরো কিছু বাকী রয়েছে। শনিবার উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পর পিয়ংইয়ংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

পম্পেও জানিয়েছেন, ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধে মার্কিন সেনাদের দেহাবশেষ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনার জন্য ১২ জুলাই বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই পক্ষ। এছাড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষা কেন্দ্র ধ্বংসের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরস্ত্রীকরণের সময়সীমা নিয়ে আলোচনা ও ঘোষণার জন্য ‘একটি ভালো বৈঠক সময়’ পার করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমাদের আলোচনার প্রত্যেকটি উপাদানে আমাদের অগ্রগতি হয়েছে।’

তিনি বলেন, ‘এগুলি বেশ জটিল ইস্যু। তবে আমরা অধিকাংশ মূল ইস্যুতে অগ্রগতি অর্জন করেছি। কিছু জায়গায় অনেক ভালো অগ্রগতি হয়েছে, অন্যান্য ক্ষেত্রে এখনো কিছু কাজ করা বাকী আছে।’

বৈঠক শেষ করে শনিবারই টোকিওর উদ্দেশ্যে পিয়ংইয়ং ছেড়েছেন পম্পেও।