প্রচ্ছদ আর্ন্তজাতিক সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী হামলা

সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী হামলা

সোমালিয়ায় রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

রাজধানীতে শনিবার দুটি বোমার বিস্ফোরণ ঘটেছে। প্রথম বিস্ফোরণটি প্রেসিডেন্ট প্রাসাদের কয়েক মিটার দূরে হয়েছিল। তাৎক্ষনিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। এছাড়া কে বা কারা হামলার জন্য দায়ী তাও জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন বলেছেন, ‘একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে…হতাহতের সংখ্যা এতো তাড়াতাড়ি জানা সম্ভব হয়নি।’

হুসেইন জানান, বিস্ফোরণের পরপর নিরাপত্তা বাহিনী গুলি ছুঁড়েছিল।

এদিকে দ্বিতীয় আরেকটি বোমা পুলিশ ভবনের বিপরীত দিকে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণস্থলে অনেকগুলো গাড়ি আগুনে জ্বলছিল।

সন্ত্রাসী গোষ্ঠি আল-শাবাব প্রায়ই সোমালিয়ায় এ ধরণের আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকে। তবে শনিবারের এই দুই হামলার দায় তারা এখনো স্বীকার করেনি।