প্রচ্ছদ জাতীয় ইভিএম ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় প্রতীকী ভোট দিলেন প্রায় ৪ হাজার...

ইভিএম ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় প্রতীকী ভোট দিলেন প্রায় ৪ হাজার ভোটার

জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে বিএনপিসহ সরকারবিরোধী জোটের সমালোচনা ও বিরোধিতার মুখে দেশের বিভিন্ন জায়গায় ভোটারদের ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণের পদ্ধতি প্রদর্শন করছে নির্বাচন কমিশন।

এরই অংশ হিসেবে শনিবার রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিশনের দিনব্যাপী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের পদ্ধতির প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নগরীর ২০ নং ওয়ার্ডের ৬টি এলাকার প্রায় ৪ হাজার ভোটার প্রদর্শনীতে ইভিএম পদ্ধতি ব্যবহার করে প্রতীকী ভোট দিয়েছেন।

ডিজিটাল এ পদ্ধতি ব্যবহার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোটার ও সচেতনরা।

রংপুর বিএনপি এই প্রদর্শনী প্রত্যাখান করে সংবাদ সম্মেলনে বলেছে: জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ।

তবে সুষ্ঠু, অবাধ, কালো টাকা ও পেশী শক্তির প্রভাবমুক্ত নির্বাচনে ইভিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।

আইন প্রণয়নের আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার হচ্ছে না উল্লেখ করে সহজ, দ্রুত, সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচন করতে ইভিএম পদ্ধতি অধিকতর কার্যকর বলে দাবী করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।