প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ইভিএমে খুশি ভোটাররা

ইভিএমে খুশি ভোটাররা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে। এখানে এবার ৬টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নিচ্ছে নির্বাচন কমিশন।

কেন্দ্রগুলো হচ্ছে চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার ২৪৮০), চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয় (ভোটার ২৫৫২), পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১(ভোটার ২৫৬২), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার ২৮২৭), রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার-১৯২৭) এবং রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২০৭৭)।

নগরীর ২৮ নং ওয়ার্ডের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিলেন খাদিজা আক্তার।

তিনি প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দিলেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খাদিজা আক্তার বলেন, মেশিনে ভোট দিতে হবে আগেই শুনেছিলাম। কিন্তু, এত কম সময়ে ভোট দিতে পারব, নিজেকে বিশ্বাস করাতে পারছি না। খুবই ভালো লেগেছে।

আরেক ভোটার রাহিমা বেগম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। ইভিএমের মাধ্যমে অল্প সময়ে ভোট দিলাম, খুব ভালো লাগছে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই বললেই চলে।

নির্বাচন কমিশনের পরিচালক মোস্তফা ফারুক ইভিএমে ভোট তদারকি করছেন। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করি শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে হবে।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এ নির্বাচন শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।