প্রচ্ছদ খেলাধুলা আইপিএল আয়োজনে দুই বছরের এফটিপি পরিবর্তন চান আজহার

আইপিএল আয়োজনে দুই বছরের এফটিপি পরিবর্তন চান আজহার

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনার প্রকোপ থেকে বাঁচতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত রাখা হয়েছিল। প্রতিদিন বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে মে মাসেও মাল্টি মিলিয়ন ডলারের এই টুর্নামেন্ট বসার সম্ভাবনা নেই বললেই চলে। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। তবে এর থেকে পরিত্রাণের উপায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

বিশ্বের সবচেয়ে দামি এই ক্রিকেট লিগ আয়োজনের ক্ষেত্রে সব ক্রিকেট বোর্ডের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন আজহারউদ্দিন। এবারের আইপিএল আয়োজন করতে নতুন একটি প্রস্তাবও দিয়েছেন তিনি। করোনা প্রকোপ থামলে মাঠে ক্রিকেট ফিরলে আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) আমূল বদলে ফেলার পরামর্শ দিয়েছেন আজহার।আজহার বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রতিটি দেশের খেলাগুলো আর্থিক সমস্যার মুখে দাঁড়িয়ে। ভারতে আইপিএল স্থগিত। বাতিল হলে বোর্ডের লোকসানের অঙ্ক হিসেবের বাইরে চলে যাবে। এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে প্রচুর অনিশ্চয়তা তৈরি হয়েছে।’এই সমস্যার সমাধান খুঁজেছেন আজহার। তিনি বলেন, ‘আগামী দুই বছরের জন্য এফটিপি নতুন ভাবে সাজানো প্রয়োজন। সেই নিয়ে বিসিসিআই অন্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারে। আইপিএল স্থগিত হলে প্রচুর ক্ষতির মুখোমুখি পড়তে হবে। এটা বাস্তবসম্মত নয়। পরিস্থিতির বিকল্প ভাবতে হবে। সব দেশের বোর্ডেরই ক্ষতি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি ভারতীয় ক্রিকেট বোর্ডের হতে চলেছে।’