প্রচ্ছদ খেলাধুলা অবিশ্বাস্য পারিশ্রমিকে কাতারের কোচ জিদান!

অবিশ্বাস্য পারিশ্রমিকে কাতারের কোচ জিদান!

অবিশ্বাস্য পারিশ্রমিকের কারণে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। সম্প্রতি তাকে নিয়ে রটা নানা গুঞ্জন রহস্যজনকভাবে ভুল প্রমাণ করে কাতারের কোচ হতে যাচ্ছেন তিনি। এদিকে বৃহস্পতিবার (৩১ মে) তার রিয়াল ছাড়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই এ খবরে যেন নতুন করে ধাক্কা খেলো ফুটবল বিশ্ব।

কাতারের সাথে জিদানের চুক্তি প্রসঙ্গে নাররগিব সাউরিস নামে এক মিশরীয় ব্যবসায়ী টুইটারে লিখেছেন, ‘২০২২ সালের বিশ্বকাপকে সামনে রেখে কাতার জাতীয় দলের কোচ হচ্ছেন জিদান। ৫০ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য।’

বিশ্বকাপের ২০২২ সালের আসর বসবে কাতারে। আর ওই বিশ্বকাপকে সামনে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে কাতার ফুটবল ফেডারেশন। ফিফার র‌্যাংকিংয়ে বর্তমানে ১০৩ নম্বরে অবস্থান করছে দলটি। কাতার ফুটবলের কর্মকর্তারা আরও নতুন কিছু চমক দেখাতেই অধিক পারিশ্রমিকে জিদানকে কোচ নিয়োগ দিচ্ছেন।