প্রচ্ছদ অন্যরকম অন্তঃসত্ত্বা কি না জানতে পোশাক খুলে পরীক্ষা, তোলপাড়

অন্তঃসত্ত্বা কি না জানতে পোশাক খুলে পরীক্ষা, তোলপাড়

স্ত্রী অন্তঃসত্ত্বা। এ কারণে বসার জন্য বিমান কর্তৃপক্ষের কাছে একটি হুইল চেয়ার দাবি করেছিল স্বামী। এরপর শুরু হয় যত কাণ্ড। কর্তৃপক্ষের দাবি, ওই নারী যে অন্তঃসত্ত্বা সেই প্রমাণ দিতে হবে। এমনকী, তাদের বোর্ডিং পাস দিতেও রাজি ছিলেন না বিমান কর্মীরা। এর পরই কোনো চিকিৎসক না এনে সিআইএসএফ(সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)-এর এক নারী কর্মীই ওই পোশাক খুলে এবং পেট টিপে পরীক্ষা করেন বলে অভিযোগ।

ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, গতকাল বুধবার ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে ভারতের গুয়াহাটি বিমান বন্দরে। দিল্লি যাওয়ার জন্য ওই দম্পতি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলয় আন্তর্জাতিক বিমান বন্দরে হাজির হয়েছিলেন।

পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সব ঘটনা খুলে লিখে ক্ষোভ উগরে দেন ওই নারীর স্বামী। এরপর জনমনে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে অবশ্য বিমান কর্তৃপক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠির শাস্তির আশ্বাস দিয়েছে।