প্রচ্ছদ খেলাধুলা ফের ফিরে এল ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অফ গড’ প্রসঙ্গ!

ফের ফিরে এল ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অফ গড’ প্রসঙ্গ!

পুরানো ক্ষত বোধহয় এখনও শুকায়নি পিটার শিলটনের। ১৯৮৬ সালে ইংল্যান্ডের এই সাবেক গোলকিপারকে বোকা বানিয়েই ‘‌হ্যান্ড অফ গড’খ্যাত সেই গোল করেছিলেন ডিয়াগো ম্যারাডোনা।

গতকাল শুক্রবারই ৩২ বছর পূর্ণ হল সেই ঐতিহাসিক ম্যাচের। আর ঠিক তার আগের দিনই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লজ্জার হারের সামনে পড়তে হয় ম্যারাডোনার দেশ আর্জেন্টিনাকে। পুরানো শত্রুর বিরুদ্ধে খোঁচা মারতে ভুললেন না শিলটন। টুইট করে বললেন, ‘‌আজ ঈশ্বর আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জঘন্য হার দেখার পরে লজ্জায় তার মাথা নিচু হয়ে গিয়েছে। কী আশ্চর্য, কালই (‌শুক্রবার)‌ হ্যান্ড অফ গড গোলের ৩২ বছর পূর্ণ হচ্ছে।’‌

১৯৮৬ সালের সেই ম্যাচের ৫১ মিনিটে জর্জে ভালদানোর ক্রস থেকে হেড দেওয়ার মতো ভঙ্গি করে ম্যারাডোনা বল জড়িয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের জালে। রেফারি অবশ্য ভুল সিদ্ধান্তই নিয়েছিলেন। ইংল্যান্ডের ফুটবলারদের আপত্তিতে কর্ণপাত না করে বৈধ বলে ঘোষণা করেছিলেন সেইগোলকে।  যদিও ঠিক তার চার মিনিট পরে হেক্টর এনরিকের পাস থেকে শতাব্দীর সেরা গোলটি করেন ম্যারাডোনা। পাঁচজনকে কাটিয়ে বেনজির গোল করে যান তিনি।