প্রচ্ছদ জাতীয় ‘সরকারের উন্নয়ন ম্লান করে দিয়েছে ব্যাকিংখাত’

‘সরকারের উন্নয়ন ম্লান করে দিয়েছে ব্যাকিংখাত’

জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহবান জানিয়ে বলেন, সরকারের উন্নয়ন ম্লান করে দিয়েছে এক ব্যাকিংখাত। তিনি ব্যাংক লুটপাটকালীদের শাস্তির আওতায় এনে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৭-১৮ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ব্যাংক লুটপাটকারী ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীর তদন্ত কমিশন গঠন করার সিদ্ধান্ত থেকে সরে আসায় সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী বলেছেন পরবর্তী সরকারের কাছে দিয়ে যাবেন। কেনো উনি দিতে পারলেন না? কারণ কমিশন দিলে কারা লুটপাটের সঙ্গে জড়িত সব বেরিয়ে আসবে।