প্রচ্ছদ খেলাধুলা ‘রোনালদোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছে জুভেন্তাস!’

‘রোনালদোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছে জুভেন্তাস!’

রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাসে যাওয়ার পর ইতালির ফুটবল যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। পর্তুগিজ এই ফুটবল সুপারস্টারকে ঘিরে চলছে উন্মাদনা। তবে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে নিয়ে এত মাতামাতিতে অসন্তুষ্ট জুভেন্তাস কোচ আল্লেগ্রি। তার মতে, রোনালদোকে নিয়ে বেশি মাতামাতি করলে শিরোপা জয়ের লক্ষ্য থেকে সরে যাবে তার ক্লাব!

সম্প্রতি রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের বন্ধন ছিন্ন করে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ৪ বছরের জন্য সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্তাসে যোগ দেন রোনালদো। সাংবাদিকদের আল্লেগ্রি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। সে আমাদের অনেক সহযোগিতা করবে। তবে আমাদের সতর্ক হতে হবে। তাকে ঘিরে উন্মাদনাটা খুবই বেশি। এটা ভালো নয়। এবারের বছরটা অন্য বছরগুলোর তুলনায় বেশি কঠিন হবে।’

প্রাক মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলতে জুভেন্তাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাননি রোনালদো। তবে আগস্ট হতে সিরি’আর নতুন মৌসুমের শুরু থেকেই জুভেন্তাসের হয়ে মাঠে নামবেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ৩৩ বছর বয়সী রোনালদোকে নিয়ে মাতামাতি কমানোর আহ্বান জানিয়ে আল্লেগ্রি আরও বলেছেন, ‘প্রতিপক্ষরা আরও আক্রমণাত্মক হবে। কারণ আমরা অনেকগুলো ম্যাচ জিতেছি। আর এখন তার মতো দুর্দান্ত একজন খেলোয়াড় আছে আমাদের।’