প্রচ্ছদ খেলাধুলা ম্যাচ হেরেও টাইগারদের প্রশংসা করে যা বললেন উইন্ডিজ ক্যাপ্টেন

ম্যাচ হেরেও টাইগারদের প্রশংসা করে যা বললেন উইন্ডিজ ক্যাপ্টেন

অপরাজিত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলকে পথ দেখালেন তামিম ইকবাল। তাকে যোগ্য সঙ্গ দিলেন সাকিব আল হাসান। উইকেটের সামনে-পিছনে ভালো একটি দিন কাটালেন মুশফিকুর রহিম। বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন মাশরাফি বিন মুর্তজা। টেস্টের দুঃস্বপ্ন ভুলে দারুণ এক জয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ।

ম্যাচ হেরে বাংলাদেশের প্রশংসা করে জেসন হোল্ডার বলেনঃ তার আজকে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আমি মনে করি ১ম ইনিংসে ৪৫ ওভার পর্যন্ত আমরা ভাল অবস্থানে ছিলাম। জয়ের জন্য আমাদের আরও ভাল পার্টনারশিপ দরকার ছিল। আমরা আজ ভাল খেলতে পারিনি। আমাদের ব্যাটে বলে আরও ভাল করতে হবে। সামনের ম্যাচে আরও প্রস্তুত হয়ে আমরা নামব। আজকের ম্যাচে আমাদের প্ল্যান ছিল তা আমরা কাজে লাগাতে পারি নি।

৪৮ রানের জয়

২০১৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে সব ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এবারও দুই টেস্টে হারে বড় ব্যবধানে। সেই ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াল দল। ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজে জিতল কোনো ম্যাচ।

প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। অতিথিদের ২৭৯ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে করে ২৩১ রান।

৯.২ ওভারে স্বাগতিকদের দশম উইকেট জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। ফিল্ডারদের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে দেবেন্দ্র বিশু ও আলজোরি জোসেফ গড়েন ৫৯ রানের জুটি। ম্যাচে স্বাগতিকদের এটাই একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৯/৪ (তামিম ১৩০*, এনামুল ০, সাকিব ৯৭, সাব্বির ৩, মুশফিক ৩০, মাহমুদউল্লাহ ৪*; রাসেল ১/৬২, হোল্ডার ১/৪৭, জোসেফ ০/৫৭ নার্স ০/৩৯, বিশু ২/৫২, মোহাম্মদ ০/১৫)

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৩১/৯ (গেইল ৪০, লুইস ১৭, হোপ ৬, হেটমায়ার ৫২, মোহামেদ ১০, হোল্ডার ১৭, পাওয়েল ০, রাসেল ১৩, নার্স ৭, বিশু ২৯*, জোসেফ ২৯*; মাশরাফি ৪/৩৭, মিরাজ ১/৩৭, রুবেল ১/৫২, মোসাদ্দেক ০/২২, মুস্তাফিজ ২/৩৫, সাকিব ০/৪৩)