প্রচ্ছদ খেলাধুলা মোস্তাফিজ ফিরলে বাদ পড়বেন কে?

মোস্তাফিজ ফিরলে বাদ পড়বেন কে?

হ্যামিল্টন টেস্টে মোস্তাফিজুর রহমান ছিলেন একাদশের বাইরে। হ্যামিল্টনে যে কন্ডিশন, যে উইকেট ছিল, তাতে বাঁহাতি পেসার খেললেও যে নিউজিল্যান্ডের রানবন্যা থামানো যেত, সেটির কোনো নিশ্চয়তা ছিল না। তবে বাতাস আর ওয়েলিংটনের সবুজ উইকেটে মোস্তাফিজকে একাদশের বাইরে রাখছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে তিনি খেললে বাদ পড়বেন কে! নাকি চার পেসার নিয়ে খেলবে বাংলাদেশ।
আজ ওয়েলিংটনে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘মোস্তাফিজ হয়তো ফিরবে। তবে কার জায়গায় সে খেলবে, সেটা ম্যানেজমেন্ট কথা বলে ঠিক করবে।’ মোস্তাফিজসহ চার পেসার নিয়ে ওয়েলিংটন টেস্ট খেলার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না মাহমুদউল্লাহ, ‘চারজন পেসারও খেলতে পারে। হেড কোচ ও বোলিং কোচের সঙ্গে কথা বলে চূড়ান্ত করব।’
হ্যামিল্টন টেস্টে নিদারুণ হতাশ করেছে বাংলাদেশের পেস আক্রমণ। মাহমুদউল্লাহ অবশ্য তাঁর অনভিজ্ঞ পেস আক্রমণকে দায় দিচ্ছেন না। তিনি বরং আরও ধৈর্য ধরার পক্ষে, ‘অনভিজ্ঞ হলেও ওদের কাছে অনেক কিছু প্রত্যাশা করি। ওরা অবশ্যই ভালো বোলার, একটু সময় দিতে হবে। সময়ের সঙ্গে তারাও দুর্দান্ত বোলার হবে। তাদের মধ্যে সেই আক্রমণাত্মক মনোভাবটা আছে। এটা আমার জন্য তৃপ্তিদায়ক ছিল। ব্যক্তিগতভাবে ওদের কাছে যেটা চেয়েছিলাম, অনেক ওভারে সেটা করেছে। আরেকটু ধারাবাহিক হলে ভালো হবে।’

ওয়েলিংটনের সবুজ উইকেটে বাংলাদেশের বোলাররা ধারাবাহিক হতে পারেন কি না, সেটাই দেখার।