প্রচ্ছদ রাজনীতি মাশরাফিকে নিয়ে যা বলল বিদেশি গনমাধ্যম

মাশরাফিকে নিয়ে যা বলল বিদেশি গনমাধ্যম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেশ বড় ব্যবধানেই হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। নড়াইল-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন টাইগার অধিনায়ক।

এদিকে মাশরাফির এই নির্বাচিত হওয়া বেশ গুরুত্বের সাথে প্রকাশ করেছে বিশ্বের বড় বড় দৈনিক গুলো। বিশ্বমিডিয়ায় আলোচিত ছিল মাশরাফির বিজয়ের খবর।

ক্রিকেটের জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের শিরোনাম করেছে, “Mashrafe Mortaza wins parliament seat”

তারা বলেছে, বাংলাদেশ জাতীয় নির্বাচনে প্রায় ৯৬ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মাশরাফি বিন মর্তুজা।

টাইমস অব ইন্ডিয়া তাদের শিরোনাম করেছে, “Mashrafe Mortaza registers landslide win in Bangladesh elections”

প্রতিবেদনে তারা বলেছে, মাশরাফি ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে যেখানে তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করা ফরিদুজ্জামান পেয়েছেন ৮ হাজার ৬ ভোট।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে বলছে, মাশরাফি প্রথম এক্টিভ ক্রিকেটার হিসেবে নড়াই ২ আসন থেকে ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশের গনমাধ্যমের বরাত দিয়ে বিখ্যাত দৈনিক ডন মাশরাফির নির্বাচিত হওয়ার খবরটি প্রকাশ করেছে। এছাড়াও টাইমস নাউ নিউজ সহ বেশ কিছু গনমাধ্যমে প্রকাশ পেয়েছে মাশরাফির নির্বাচিত হওয়ার খবর।